বিষ্ণুপদ ধাম তীর্থস্থান হিসেবে যেমন খ্যাত তেমনি ধর্মবর্ণ নির্বিশেষে এটি একটি দর্শনীয় স্থানও
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২
- / ১৬৭০ বার পড়া হয়েছে
অশুভ শক্তির বিনাশ এবং বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় মৌলভীবাজারের রাজনগরের তারাপাশায় ঐতিহাসিক বিষ্ণুপদ ধামে শুরু হয়েছে সপ্তাহব্যাপী গীতা যজ্ঞ ও নামযজ্ঞানুষ্ঠান।
বিষ্ণুপদ ধাম তীর্থস্থান হিসেবে যেমন খ্যাত তেমনি ধর্মবর্ণ নির্বিশেষে এটি একটি দর্শনীয় স্থানও। প্রতিদিনই শত শত মানুষের ভিড় জমে সেখানে। আগত দর্শনার্থীরা ভগবান বিষ্ণুর পদচিহ্ন দর্শন করে যেমন পুণ্য লাভ করেন, তেমনি এখানে মন্দিরের সৃষ্টিশীল কারুকাজ আর প্রাকৃতিক পরিবেশে দেখেও তৃপ্ত হন। হিন্দু ধর্মালম্বিদের পাশাপাশি মুসলিমরাও দর্শনার্থী হিসেবে অংশ গ্রহণ করেন। আনন্দঘন পরিবেশে এখানে নেই কোন সাম্প্রদায়িকতা। সব ধর্মের মানুষের এক মিলন মেলা। তবে এই ধামের ভক্তের পরিমাণ এতো বেশি হয় যে, অনুষ্ঠানের সময় স্থান সংকুলান হয় না তাই মন্দিরের পরিধি বৃদ্ধির দাবী ভক্তদের।