বীজের সংকট ও উচ্চমূল্যে দিনাজপুরের ১৩টি উপজেলায় ব্যাহত আলুর আবাদ
- আপডেট সময় : ১০:৪১:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০১৯
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
বীজের সংকট ও উচ্চমূল্যের কারণে দিনাজপুরের ১৩টি উপজেলায় ব্যাহত হচ্ছে আলুর আবাদ। এখনও অনাবাদী রয়েছে ১৮হেক্টর জমি। চাষের উপযোগী করেও জমি ফেলে রেখেছে অনেক চাষী। তবে কৃষি বিভাগের দাবি, উচ্চমূল্য থাকলেও বীজের সংকট নেই।
দিনাজপুর জেলার তেরো উপজেলায় এবার ৪১ হাজার হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারন করে শুরু হয়েছে আলু বপন মৌসুম। ব্যস্ত সময় পার করছে কৃষাণ-কৃষাণীরা। সদ্য প্রস্তুত হয়েছে সারি সারি আলু ক্ষেত। বাজারে আলু বীজের সরবরাহ কম থাকায় দাম বেশ চড়া, যা গেল বছরের তুলনায় কেজি প্রতি ১৫-২০ টাকা বেশি। এতে হতাশ কৃষক।
বাজারে আলু বীজের সংকট নেই, এমন দাবি করে উপজেলা কৃষি কমর্কতা জানান, এবার আলু চাষের লক্ষমাত্রা অর্জন সম্ভব হবে।
দিনাজপুরে এখন পর্যন্ত ২৩ হাজার হেক্টর জমিতে আলু বুনা শেষ হয়েছে। মাঠে আমন ধান থাকায় কিছুটা বিলম্ব হচ্ছে আলুচাষ।
সরবরাহ বাড়িয়ে কমানো যেতে পারে আলু বীজের দাম। এমন মন্তব্য বিশ্লেষকদের।