বুধবার প্রীতি ফুটবল ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৫২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০২২
- / ১৫৮৩ বার পড়া হয়েছে
বুধবার ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।
দীর্ঘ ১৪ বছর পর ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ম্যাচকে সামনে রেখে অনুশীলন করেছে দলের খেলোয়াড়রা। এ ম্যাচকে মালেশিয়ায় এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি হিসেবে দেখছে বাংলাদেশ। নভেম্বরে শ্রীলংকার বিপক্ষে নিজেদের শেষ আর্ন্তজাতিক ম্যাচ খেলেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। সে ম্যাচে ২-১ গোলে হেরেছিল বাংলাদেশ। তাই এ ম্যাচে জয় পেতে মরিয়া তারা। তবে, কাজটি সহজ হবে না কাবেরার শিষ্যদের জন্য। ইনজুরির কারণে বেশ কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড় ছিটকে পড়ায় তরুণদের ওপর নির্ভর করতে হচ্ছে বাংলাদেশকে।