বুয়েট শিক্ষার্থী ফারদিন নুর পরশকে পরিকল্পিতভাবে হত্যা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২
- / ১৬৬৯ বার পড়া হয়েছে
বুয়েট শিক্ষার্থী ফারদিন নুর পরশকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। মৃত্যু নিশ্চিত করতে ঘাতকরা তার মাথায় ও বুকে উপর্যপুরি আঘাত করেছে। ময়না তদন্ত শেষে এসব কথা বলেন চিকিৎসক।
দুপুরে বুয়েট ক্যাম্পাসে ফারদিনের জানাযা হয়েছে। রাতেই দাফন করা হবে নারায়ণগঞ্জে। খুনিদের সর্বোচ্চ শাস্তি দাবী করেছে পরশের বাবা ও সহপাঠীরা।
বুয়েট ক্যাম্পসে এম্বুলেন্সে করে ফারদিনের মরদেহ নিয়ে এলে আবেগাপ্লুত হয়ে পড়ে সহপাঠীরা। প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয় এখানে।
সন্তান হত্যার বিচার চান ফারদিনের বাবা কাজী নুরুদ্দীন। তিনি বলেন, বুয়েটের শিক্ষক হওয়ার ইচ্ছে ছিল ছেলের।
এর আগে ফারদিনের ময়নাতদন্ত হয় নারায়ণগঞ্জ সদর হাসপাতালে। চিকিৎসকরা জানান, এটি পরিকল্পিত হত্যাকান্ড।
সোমবার বিকেলে সিদ্ধিরগঞ্জ থানার বনানী ঘাট থেকে ফারদিন নুর পরশের মরদেহ উদ্ধার করা হয়।