বুড়িমারীতে মরদেহ পুড়িয়ে দেয়ার মামলায় ৫ জনের ৩ দিন করে রিমান্ড মঞ্জুর
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২০
- / ১৫২৯ বার পড়া হয়েছে
লালমনিরহাটের বুড়িমারীতে কোরআন অবমাননা কথিত অভিযোগের গুজব তুলে সহিদুন্নবী জুয়েলকে পিটিয়ে হত্যা করে মরদেহ পুড়িয়ে দেয়ার মামলায় ৫ জনের ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
সকালে রাষ্ট্রপক্ষের আবেদনের মাধ্যমে পুলিশ ৫ দিনের রিমান্ড চাইলে শুনানি শেষে লালমনিরহাট জেলা জজ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ফেরদৌসী বেগম ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে, গেলরাতে অভিযান চালিয়ে একই ঘটনায় দায়ের হওয়া পুলিশের উপর হামলা ও ইউনিয়ন পরিষদ ভাংচুর মামলায় আরও ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে মোট ১৬ জনকে গ্রেফতার করা হল।
গেল ২৯ অক্টোবর বিকেলে পাটগ্রাম উপজেলার বুড়িমারী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে কোরআন অবমাননার কথিত অভিযোগ তুলে গুজব ছড়িয়ে নৃসংশ এ ঘটনা ঘটানো হয়।