বৃদ্ধা রাবেয়া খাতুনকে অব্যাহতি দিয়ে মামলাটি বাতিল করেছে হাইকোর্ট
- আপডেট সময় : ০৭:০৫:০১ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০১৯
- / ১৫৬২ বার পড়া হয়েছে
আঠারো বছরের পুরনো একটি অস্ত্র মামলায় অশীতিপর বৃদ্ধা রাবেয়া খাতুনকে অব্যাহতি দিয়ে তার ক্ষেত্রে মামলাটি বাতিল করেছে হাইকোর্ট। পাশাপাশি মামলা পরিচালনায় বিচারিক আদালত এবং রাষ্ট্রপক্ষের আইনজীবীদের আরো সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে উচ্চ আদালত। বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিমের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই রায় দেন। এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, বিচারে দীর্ঘ সূত্রিতা কমাতে এবং বিচারপ্রার্থীদের ভোগান্তি নিরসনে প্রয়োজন বিচারক ও রাষ্ট্রপক্ষের কৌসুলীদের দক্ষতা।
বয়সের ভারে নূয়ে পড়েছে শরীর, তবুও মনের জোড় আর স্বজনদের অবলম্বন করে ন্যায় বিচারের আশায় আদালতে ছুটে চলা এই বৃদ্ধার নাম রাবেয়া খাতুন। তিনি দাবি করেন তার বয়স ১০৪ বছর এবং ২০০২ সালের ২ জুন অবৈধ অস্ত্র ও গুলি রাখার অভিযোগে তার বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা করে পুলিশ। সেই মামলায় ৬ মাস জেলও খাটেন তিনি। তবে জামিনে বেরিয়ে, আঠারো বছর ধরে আদালত প্রাঙ্গনে ঘুরপাক খাচ্ছেন ন্যায় বিচারের আশায়।
এমন বাস্তবতায় বিষয়টি নজরে আসলে, রুল জারি করে হাইকোর্ট। বুধবার সেই রুল যথাযথ ঘোষণা করে মামলা থেকে অব্যাহতি দেয়া হয় রাবেয়া খাতুনকে। হাইকোর্টের এই রায়ের প্রতিক্রিয়ায় নিজের মূল্যায়ন তুলে ধরেন অ্যাটর্নি জেনারেল। বিচারের দীর্ঘসূত্রিতা ও বিচারপ্রার্থীদের ভোগান্তি নিরসনে গণমাধ্যমের কর্মীদের ভূমিকা গুরুত্বপূর্ন বলেও মত দেন অ্যাডভোকেট মাহবুবে আলম।