বৃদ্ধ বাবা-মাকে রক্তাক্ত করে সন্তানরা ছিনিয়ে নেয় পৈত্রিক ভিটা বিক্রির ৩১ লাখ টাকা
- আপডেট সময় : ০৮:৪৫:৩০ অপরাহ্ন, রবিবার, ১৪ অগাস্ট ২০২২
- / ১৫৬০ বার পড়া হয়েছে
মূল্যবোধের অবক্ষয়ে প্রতিনিয়ত বাড়ছে সামাজিক অপরাধ। সন্তানদের হাতে নির্মম নির্যাতনের শিকার হচ্ছেন বাবা-মা। এমন দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে রাজধানীর ক্যান্টেনমেন্টের মানিকদি এলাকার হতভাগ্য দম্পতি জয়নাল আবেদীন এবং হনুফা বেগমের ভাগ্যে। বৃদ্ধ বাবা-মাকে রক্তাক্ত করে সন্তানরা ছিনিয়ে নেয় পৈত্রিক ভিটা বিক্রির ৩১ লাখ টাকাও। চাঞ্চল্যকর এই ঘটনার কথা জানালেন গুলশান জোনের অপরাধ তদন্ত বিভাগের ডিসি মশিউর রহমান। হামলা, নির্যাতন ও ছিনতাইয়ে জড়িত ২ সন্তানকে গ্রেফতার করা হলেও, এখনো পলাতক জয়নাল আবেদীনে বড় ছেলে হানিফ মিয়া।
যে সন্তানদের দশ মাস দশ দিন গর্ভে ধরেছিলেন মা, রক্ত পানি করা শ্রমে বড় করেছিলেন বাবা…সেই সন্তানদের হাতেই নির্মমভাবে রক্তাক্ত হন রাজধানী মানিকদি এলাকার জয়নাল আবেদনী দম্পতি।
বাধ্য হয়ে সন্তানদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীর দারস্থ হন হতভাগ্য দম্পতি। জানান, জীবনের শেষ সম্বল বিক্রির টাকার কারণেই ৩ সন্তানের নির্মম নির্যাতন শিকার হন তারা। মা বাবাকে আঘাতে আঘাতে জর্জরিত করে ছিনিয়ে নেয়া হয় জমি বিক্রির ৩১ লাখ টাকা।
সন্তানদের অত্যাচারের নৃশংস বর্ণনা দেন হতভাগ্য বাবা-মা।
৫ জুলাই ক্যান্টেনমেন্ট থানায় ৩ সন্তান ও তাদের দোসরদের বিরুদ্ধে মামলা করেন জয়নাল আবেদীন। সামাজিক মূল্যবোধের এমন অবক্ষয়ে টনক নড়ে ডিএমপির, তদন্তে নামে গুলশান জোনের অপরাধ তদন্ত বিভাগ।
সাড়াশী অভিযানে ঢাকা, টাঙ্গাইল ও গাজীপুর থেকে দুই ছেলে হান্নান ও মান্নান ও তাদের সহযোগী সোহেলকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।
প্রাথমিক তদন্তের পর অপরাধের গভীরতার কথা তুলে ধরেন তিনি।
আসামীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হলে দুই দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।