বৃষ্টির আশায় ইসতিসকার নামাজ আদায়
- আপডেট সময় : ০৩:৪১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
- / ১৭১৯ বার পড়া হয়েছে
চলতি মাসের শুরু থেকেই দেশব্যাপী বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। প্রয়োজন ছাড়া অনেকেই বের হচ্ছেন না ঘরের বাইরে। এদিকে, বৃষ্টির আশায় দেশের বিভিন্ন স্থানে আদায় হচ্ছে ইসতিসকার নামাজ।
খুলনায় তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। গরমের তীব্রতা সহ্য করতে না পেরে শিশুরা পুকুর কিংবা খালের পানিতে দিনের বেশিরভাগ সময় পার করছে। বৃষ্টির জন্য মানুষ হাহাকার করছে। দিনের বেশিরভাগ সময় রাস্তাঘাট থাকছে ফাঁকা। প্রয়োজন না হলে ঘরের বাইরে বের হতে চাইছেন না কেউ। এদিকে হাসপাতালে রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে।
ঝিনাইদহে বৃষ্টির আশায় ইস্তিস্কার নামাজ আদায় করেছেন ঝিনাইদহের শৈলকুপার মুসল্লীরা। সকালে উপজেলা কবিরপুর-ঝাউদিয়া ঈদগাহ মাঠে গ্রামবাসীর আয়োজনে সালাতুল ইস্তিস্কার নামাজ আদায় করা হয়।
বৈশাখের মাঝামাঝিতেও বৃষ্টি নেই। তীব্র খরায় পুড়ছে বগুড়াসহ আশপাশ এলাকা। উত্তপ্ত আবহাওয়া থেকে বাঁচতে বগুড়ার নারুলীর বুদা প্রামানিক ঈদগাহ মাঠে সকাল আটটায় সালাতুল ইস্তিতকার নামাজ আদায় করা হয়েছে।
রাজবাড়ীতে বৃষ্টি প্রার্থনায় বিশেষ নামাজ সালাতুল ইসতিসকা’র নামাজ আদায় করা হয়েছে।সকালে জেলা শহরের নামাজ শেষে অনুষ্ঠিত হয় বিশেষ মোনাজাত ও দোয়া।