বৃষ্টির পানিতে ড্রেন উপচে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে জলাবদ্ধতা
- আপডেট সময় : ০২:৩৭:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুন ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের বিভিন্ন জায়গায় পানি নিষ্কাশনের ড্রেন কোনো কাজে আসছেনা। সড়কের পাশে জমে থাকা ধূলা-বালি বৃষ্টিতে কাঁদা হয়ে ড্রেনের মুখ বন্ধ করে দিচ্ছে। কোথাও কোথাও স্ল্যাব ভেঙ্গে ড্রেনের উপর পড়ে রয়েছে। ফলে, বৃষ্টির পানিতে ড্রেন উপচে মহাসড়কজুড়ে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে । প্রায়ই ঘটছে দুর্ঘটনা।
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে রাস্তার পাশে দীর্ঘদিন ধরে জমে থাকা ধূলা এখন বৃষ্টিতে কাঁদার স্তুপে পরিণত হয়েছে। কোথাও কোথাও ভেঙ্গে গেছে সড়কের দু’পাশে থাকা বক্স ড্রেনগুলো। প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে মানুষ।
মহাসড়কের ধূলা-বালি পরিষ্কার ও সড়কের সৌন্দর্যবর্ধনে চুক্তি হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে শিগগিরই এর সুফল পাওয়া যাবে বলে জানায় সড়ক ও জনপথ।
মহাসড়কের নিমসার, আমতলী, আলেখার চরসহ বিভিন্ন এলাকার চিত্র একই রকম। দ্রুত এ সমস্যার সমাধান চায় ভুক্তভোগীরা।