বৃষ্টি ও ভারতীয় উজানের ঢলে লালমনিরহাটে তিস্তা নদীর পানি বৃদ্ধি শুরু
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৪৮:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ জুন ২০২৪
- / ১৬৪০ বার পড়া হয়েছে
টানা বৃষ্টি ও ভারতীয় উজানের ঢলে লালমনিরহাটে তিস্তা নদীর পানি বাড়তে শুরু করেছে। পানি বাড়ায় তিস্তা ব্যারাজের সব জলকপাট খুলে দেয়া হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের, ডালিয়া ব্যারাজ পয়েন্টে সকাল থেকে বিপদ সীমার ৫০ সেন্টিমিটার নিচে এবং কাউনিয়া পয়েন্টে ১৮ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এদিকে এরই মধ্যে তীরবর্তী কিছু নিম্নাঞ্চল এলাকা প্লাবিত হলেও বর্তমানে পানি নেমে যাচ্ছে। ধান,পাট ও বাদাম ক্ষেত পানিতে তলিয়ে যাচ্ছে । ক্ষতিগ্রস্ত হয়েছে তিস্তার সদর উপজেলার কালমাটি,বাগডোরা,খুনিয়াগাছ,আদিতমারি উপজেলার মহিষখোচা,গোবর্ধন, সর্দারপাড়া এলাকার শতাধিক পরিবার।