বৃষ্টি না হওয়ায় রাজধানীতে বাড়ছে তাপমাত্রা
- আপডেট সময় : ০১:৩২:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০২৩
- / ১৭০৮ বার পড়া হয়েছে
রাজধানী ঢাকায় থার্মোমিটারের পারদ উঠেছে ৪০.৫ ডিগ্রি সেলসিয়াস। দেশজুড়ে টানা দুই সপ্তাহ ধরে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, বৈশাখের শুরুতে বৃষ্টিহীন এই সময়ে তাপমাত্রা বাড়ছে ঢাকাতে। আগেরদিন শনিবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.৪ ডিগ্রি সেলসিয়াস, আর দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৪২.২ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদ কাজী জেবুননেসা বলেন, রোববার ঢাকা, ফরিদপুর, মানিকগঞ্জ, পাবনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে গেছে। দেশের অন্যত্র বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। এর মধ্যে সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এপ্রিলের দুই সপ্তাহ ধরে দেশের কোথাও হালকা বৃষ্টিও নেই। বৃষ্টি না হওয়ায় বৃদ্ধি পাচ্ছে তাপ। আরও কয়েকদিন এমন অবস্থা অপরিবরর্তিত থাকতে পারে।সপ্তাহের শেষে ঝড়বৃষ্টির আভাস রয়েছে।