বৃষ্টি নিয়ে যা জানালো আবহাওয়া অধিদপ্তর
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৬:০৫ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪
- / ১৮৪৩ বার পড়া হয়েছে
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপে সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মৌসুমি বায়ুর সক্রিয়তায় দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি হচ্ছে। আগামী দুই একদিন বৃষ্টিপাত থাকতে পারে। এ অবস্থায় সাগরে নামতে পারছে না জেলেরা।
সকাল ৯টায় দেয়া পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ মধ্যপ্রদেশ, ওডিশা, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশ হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। যার প্রভাবে প্রায় সারা দেশেই বৃষ্টি হচ্ছে। কিছু কিছু জায়গায় ভারী বর্ষণেরও সতর্কতা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে..বৈরী আবহাওয়ায় সাগর উত্তাল থাকায় মাছ ধরতে না পেরে আবারও খালি হাতে ঘাটে ফিরছেন উপকূলের জেলেরা। চলতি মৌসুমে কাঙ্ক্ষিত ইলিশ না পেয়ে হতাশ মৎস্যজীবীরা।