বৃষ্টি বাড়ার সঙ্গে সঙ্গেই দেশজুড়ে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা
- আপডেট সময় : ০৮:২৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩
- / ১৭৬৮ বার পড়া হয়েছে
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় রেলওয়ে কলোনি, নির্মাণাধীন ভবন, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠানসহ বাসাবাড়ি ১৫ জুনের মধ্যে পরিস্কার পরিচ্ছন করতে হবে। অন্যাথায় এসব বাসা বাড়ির মালিকদের জেল ও জরিমানা করা হবে। দক্ষিণের সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস এ ঘোষণা দেন।
বৃষ্টি বাড়ার সঙ্গে সঙ্গেই দেশজুড়ে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। সাধারণত ডেঙ্গু সারা বছর থাকলেও, বৃষ্টির কয়েক মাসে রাজধানীতে বাড়ে ডেঙ্গু রোগী। এর প্রধান কারণ হলো অপরিকল্পিত নগরায়ন ও সচেতনতার অভাব। রাজধানীতে পানির নিস্কাশন ব্যবস্থা খারাপ হওয়ায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে জন্ম নেয় এডিস ও ডেঙ্গু মশা। এডিস মশাবাহিত ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ প্রতিরোধের জন্য রাজধানীর নগর ভবনের হানিফ মিলনায়তনে মতবিনিময় সভার আয়োজন করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।
বাংলাদেশ রেলওয়ে কলোনি, রিহ্যাবের নির্মাণাধীন ভবন, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠানসহ বাসাবাড়িতে জলাবদ্ধতা সৃষ্টি হলে তা ১৫ জুনের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল জরিমানা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দক্ষিণ সিটি মেয়র।এসময় শেখ ফজলে নূর তাপস তার সিটিতে ডেঙ্গু রোগীর সংখ্যা কম দাবি করে বলেন, কাউন্সিলরসহ সবার সহযোগিতায় চেয়ে বলেন মশার কামড়ে আর কোনো প্রাণ ঝরতে দেওয়া যাবে না।