বৃহস্পতিবার থেকে সাহেদের অস্ত্র মামলার যুক্তিতর্ক শুরুর নির্দেশ
- আপডেট সময় : ০৬:৩৫:০৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিমের বিরুদ্ধে অবৈধ অস্ত্রের মামলায় বৃহস্পতিবার থেকে যুক্তিতর্ক শুরুর নির্দেশ দিয়েছে আদালত। আত্মপক্ষে সাফাই সাক্ষ্য দিতে সাহেদ অপারগতা প্রকাশের পর এই আদেশ দেয় ঢাকা মহানগর দায়রা জজ আদালত। এ মাসের মধ্যেই এই মামলা রায়ের জন্য প্রস্তুত হবে বলে আশা প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষ। অন্যদিকে পুলিশের সাবেক ডিআইজি মিজান এবং দুদকের বরখাস্ত হওয়া কর্মকর্তা এনামুল বাছিরের বিরুদ্ধে দুর্নীতির মামলার বিচার দ্রুত শেষ করা সম্ভব বলে মনে করেন দুদকের আইনজীবী মোশারফ হোসেন কাজল।
অনেকটা দ্রুত গতিতেই শেষ হচ্ছে প্রতারকদের রোল মডেল খ্যাত সাহেদ করিমের বিরুদ্ধে দায়ের করা অবৈধ অস্ত্র মামলার বিচারকাজ। এরই মধ্যে ১৪ সাক্ষীর মাঝে আদালতে সাক্ষ্য দিয়েছেন ১১ জন। এদিন সাফাই সাক্ষ্য দিতে রাজি না হওয়ায় যুক্তিতর্কের দিন চূড়ান্ত করে আদালত।অন্যদিকে পুলিশের সাবেক ডিআইজি মিজান এবং দুদকের বরখাস্ত হওয়া পরিচালক এনামুল বাছিরের বিরুদ্ধে ৪০ লাখ ঢাকা ঘুষ দুর্নীতির মামলায় জব্দ তালিকা দুই সাক্ষীকে জেরা করেছে আসামীপক্ষ। শুনানি শেষে ৭ অক্টোবর পরবর্তী সাক্ষ্যের দিন ঘোষণা করে ঢাকা বিশেষ জজ আদালত ৪।
এর আগে গেল ১৮ মার্চ বিশেষ জজ আদালত ৪ এর বিচারক আলোচিত এই মামলার অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন বিচারক শেখ নাজমুল আলম।