বেইলি রোডে বহুতল ভবনে অগ্নিনির্বাপক ব্যবস্থা না থাকায় প্রধানমন্ত্রীর ক্ষোভ
- আপডেট সময় : ০৩:০২:১০ অপরাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০২৪
- / ১৭১১ বার পড়া হয়েছে
রাজধানীর বেইলি রোডে রেস্টুরেন্টে ভয়াবহ আগুনে ৪৬ জন নিহত হয়েছেন। বহুতল ভবনে লাগা এই আগুনে গুরুতর আহত হয়েছেন আরো অন্তত ২২ জন। এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গতরাত পৌনে ১০টার দিকে ওই সাততলা ভবনের দোতলায় কাচ্চিভাই রেস্টুরেন্টে আগুন লাগে। আগুন নেভানোর পর হতাহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেয়া হয়। তৃতীয় তলায় একটি পোশাকের দোকান ছাড়া ওপরের তলাগুলোতেও রয়েছে অনেক খাবারের দোকান। প্রতিদিন সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত এগুলো জমজমাট থাকে। লিপইয়ারের দিনে সেখানে বিশেষ ছাড় দেয়ায় প্রচুর ভিড় হয়। অনেকেই পরিবার নিয়ে সেখানে ডিনার করতে যান। প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনটির প্রথম ও দ্বিতীয় তলায় আগুন লাগার পর তা উপরের দিকে ছড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পাশাপাশি ক্রেনের সাহায্যে ভবনের সপ্তম তলা ও ছাদে আশ্রয় নেয়া ব্যক্তিদের নামিয়ে আনেন তারা। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের চেষ্টায় রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।