বেইলী সেতু এখন মরণ ফাঁদ
- আপডেট সময় : ০২:২৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৪২ বার পড়া হয়েছে
নেত্রকোনা-মদন সড়কে বয়রালা নদীর বেইলী সেতুটি এখন মরণ ফাঁদ। ওই এলাকায় যোগাযোগের অন্য কোনো সড়ক না থাকায়, ভারী যানগুলোও এই সেতু ব্যবহার করে। কিছু দিন পরপর পাটাতন ভেঙ্গে বন্ধ হয়ে যায় সড়ক যোগাযোগ। প্রতিনিয়ত চরম দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ। অনুমোদন পেলে পিসি গার্ডার সেতু তৈরির কথা জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
নেত্রকোনা থেকে মদন উপজেলায় যেতে পাড়ি দিতে হয় ৩২কিলোমিটার সড়ক। এই একই সড়ক ব্যবহার করে জেলার হাওর উপজেলা মদন, খালিয়াজুরীসহ সিলেটের শাল্লা, ধিরাই, সুনামগঞ্জ, কিশোরগঞ্জের ইটনা-মিঠামইনসহ বিভিন্ন জেলা।
মদন উপজেলার বয়রালা নদীর উপর রয়েছে ৯৫ মিটার দীর্ঘ ও ১২ফুট প্রশস্ত একটি বেইলি সেতু। ১৯৯৫ সালে নির্মিত সেতুটির ওজন সক্ষমতা পাঁচ টন। কিন্তু, প্রতিনিয়ত চলছে ৩০ টনের মতো ভারী যানবাহন। পাটাতন ভেঙ্গে গিয়ে ঘটছে দুর্ঘটনা।
ভাঙা বেইলি সেতুর কারণে প্রায়ই সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে ভোগান্তিতে পড়ে রোগীসহ সাধারণ মানুষ। বারবার আবেদনেও কর্তৃপক্ষের টনক নড়েনি বলে অভিযোগ করেছে, স্থানীয় জনপ্রতিনিধি।
ভারী যানবাহন চলাচল বন্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।
সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছে, এলাকাবাসী।