বেগমগঞ্জে শীর্ষ সন্ত্রাসী টিটু বাহিনীর সহযোগী জুয়েলকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩০:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১ অক্টোবর ২০২১
- / ১৭১৯ বার পড়া হয়েছে
নোয়াখালীর বেগমগঞ্জে শীর্ষ সন্ত্রাসী টিটু বাহিনীর সহযোগী জুয়েলকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে আলাইয়ারপুর ইউনিয়নের একাব্বরপুর গ্রামে গভীর রাতে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ২টি বিদেশী পিস্তল ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ বিষয়ে দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে প্রেসব্রিফিং এ পুলিশ সুপার শহীদুল ইসলাম বলেন, বেগমগঞ্জ উপজেলায় আসন্ন ১১ নভেম্বর ইউপি নির্বাচনকে কেন্দ্র করে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করছে।