বেগম খালেদা জিয়ার অবস্থা খুবই সংকটাপন্ন : মান্না
- আপডেট সময় : ০৬:৫৯:২৪ অপরাহ্ন, বুধবার, ১৭ নভেম্বর ২০২১
- / ১৫২৮ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অবস্থা খুবই সংকটাপন্ন বলে জানিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। দুপুরে এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার খোঁজ-খবর নিয়ে এমন তথ্য জানান তিনি। এদিকে, নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সরকারের সদিচ্ছার ওপর নির্ভর করছে খালেদা জিয়ার উন্নত চিকিৎসায় বিদেশে নেয়ার বিষয়টি।
সরকারের নির্বাহী আদেশে মুক্তি পাওয়ার পর, তৃতীয়বারের মতো রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়ে সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
বার্ধক্য জনিত ও করোনা পরবর্তী শারীরিক নানা সমস্যা নিয়ে গত শনিবার থেকে আবারো হাসপাতালে গিয়ে পরীক্ষা-নিরীক্ষাসহ চিকিৎসা নিচ্ছেন তিনি।কিন্তু, ক্রমাগত তাঁর অবস্থার অবনতি ঘটছে।
খালেদা জিয়ার শারীরিক খোঁজ-খবর নিতে বুধবার দুপুরে হাসপাতালে যান নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না।
পরে সাংবাদিকদের জানান, খালেদা জিয়া মুমূর্ষু অবস্থায় আছেন। তাকে চিকিৎসা বঞ্চিত করা সম্পূর্ণ অমানবিক বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে, সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল করা হয়। এতে, দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী বলেন, বিদেশে খালেদা জিয়ার উন্নত চিকিৎসার বিষয়টি সরকারের সদিচ্ছার ওপর নির্ভর করছে।
এছাড়া, হৃদরোগে আক্রান্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও অসুস্থ্য যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের জন্যও দোয়া করা হয়।