বেগম খালেদা জিয়ার বিদেশ চিকিৎসার আবেদন নাকচ করে দিয়েছে আইন মন্ত্রণালয়
- আপডেট সময় : ০৭:৫০:০২ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩
- / ১৬৬১ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশ চিকিৎসার আবেদন নাকচ করে দিয়েছে আইন মন্ত্রণালয়। দুপুরে সচিবালয়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ফাইল পর্যালোচনার পর আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারা অনুযায়ী বেগম জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে পরিবারের পক্ষ থেকে করা আবেদন মঞ্জুরের সুযোগ নেই। এ মতামত দিয়ে আবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফেরত পাঠানো হয়েছে।
বিভিন্ন ধরনের জটিল রোগে আক্রান্ত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ৫০ দিনের চেয়ে বেশি সময় ধরে একটানা হাসপাতালে আছেন তিনি। তাঁর শারীরিক অবস্থার ক্রমেই অবনতি হচ্ছে। এ সময়ে একাধিকবার তাঁকে সিসিইউতে স্থানান্তর করা সত্ত্বেও তাঁর অবস্থার উন্নতি হয়নি। খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে তাঁর লিভার প্রতিস্থাপনের জন্য বিদেশে নিয়ে চিকিৎসার পরামর্শ দেওয়া হয়েছে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রলাণয় থেকে পাঠানো প্রস্তাবের বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক।
আইনমন্ত্রী জানান, কিছু দিন আগে ছয় মাসের সাজা স্থগিত করার জন্য খালেদা জিয়ার পরিবারের আবেদন সরকার গ্রহণ করেছে। একই বিষয়ে দ্বিতীয়বার আবেদন গ্রহণের করা সম্ভব নয়।
খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার ক্ষেত্রে আইনের বাইরে গিয়ে কোনো নির্বাহী আদেশ হতে পারে না বলেও জানান আইনমন্ত্রী।
গত ২৫ সেপ্টেম্বর খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে দেখা করে বিদেশে চিকিৎসার আবেদন করেন।