বেগম খালেদা জিয়ারকে দ্রুত বিদেশ পাঠাতে সরকারের প্রতি আহ্বান ড্যাবের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ১ ডিসেম্বর ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারপাসর্ন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা অত্যন্ত নাজুক উল্লেখ করে দ্রুত বিদেশ পাঠাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন-ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব।
দুপুরে জাতীয় প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও স্থায়ী মুক্তির দাবীতে সংবাদ সম্মেলনে করে ড্যাব। নেতারা বলেন, একটি মিথ্যা সাজানো মামলার রায়ে ২০১৮ থেকে কারাগারে খালেদা জিয়া। সেখানে চিকিৎসা বঞ্চিত হওয়ায় আজ ভয়াবহ জটিলতার শিকার তিনি। তারা বলেন, একটি পরিত্যক্ত কারাগারে রেখে তার মানসিক শক্তি ভেঙ্গে দেয়ার চেষ্টা করেছে সরকার। খালেদা জিয়ার এমন পরিস্থিতির জন্য সরকারই দায়ী। দ্রুত সময়ের মধ্যে তাকে স্থায়ী মুক্তি দিয়ে বিদেশ পাঠাতে সরকারের প্রতি জোর দাবি জানান ড্যাব নেতরা।