বেগম খালেদা জিয়ার ছয়টি জন্মদিন এটিই এখন জাতির কাছে বড় তামাশা : ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৭:৪৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৪ অগাস্ট ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ছয়টি জন্মদিন, এটিই এখন জাতির কাছে সবচেয়ে বড় তামাশা, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেছেন, যুদ্ধাপরাধীদের পাশাপাশি বঙ্গবন্ধুর ভূমিকা নিয়ে যারা প্রশ্ন তোলেন, এদেশে তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই। দুপুরে ঢাকা ও চট্টগ্রামে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
শনিবার জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনায় সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
পৃথিবীর রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুরতম হত্যাকান্ড ১৫ আগস্ট উল্লেখ করে, এইদিনে বেগম খালেদা জিয়ার জন্মদিনের কর্মসুচির সমালোচনা করেন তিনি।
গণটিকা কার্যক্রম নিয়ে অপপ্রচারের সমালোচনা করে, এ কার্যক্রম অব্যাহত থাকার কথাও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
এদিকে, চট্টগ্রাম থিয়েটার ইনিস্টিটিউটে উত্তর জেলা আওয়ামী লীগ আয়োজিত শোক দিবসের আলোচনায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেছেন, বঙ্গবন্ধুর ভূমিকাকে অস্বীকার করে, একজন খলনায়কে নায়ক বানানোর অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন বিএনপি নেতারা।