বেড়েই চলছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা
- আপডেট সময় : ০৮:৫১:৪৮ অপরাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০২৩
- / ১৬৩৭ বার পড়া হয়েছে
রাজধানীসহ সারাদেশে বেড়েই চলেছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। অনেকেই আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হচ্ছেন হাসপাতালে। এদিকে এডিস মশা নিধনে দায়িত্বশীলদের কর্মকাণ্ড আরো জোরদার করার তাগিদ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালের কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় বাড়ছে ডেঙ্গু রোগীরা সংখ্যা। শরীরে তীব্র ব্যাথা, বমি ও দূর্বলতা নিয়ে চিকিৎসা নিচ্ছেন হাসপাতালে।
চিকিৎসকরা জানান, জ্বর হলেই পরিক্ষার করে নিশ্চিত হতে হবে। অবস্থা গুরুতর হওয়ার আগেই হাসপাতালে ভর্তিরও পরামর্শ তাদের।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, দেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন থাকতে পারে। তবে ডেঙ্গুর চিকিৎসা সেবায় কোন ঘাটতি নেই।
এদিকে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালের কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানান, বিশ্বমানের চিকিৎসা সেবা নিশ্চিতে কাজ করছে সরকার ।
ডেঙ্গু প্রতিরোধে দায়িত্বশীল সংস্থাগুলোকে আরো কার্যকার পদক্ষেপ নিতে আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।