বিরোধীদের গ্রেপ্তার ও সহিংসতা নিয়ে যা বললেন বেদান্ত প্যাটেল
- আপডেট সময় : ১২:৫৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩
- / ২২৮২ বার পড়া হয়েছে
বাংলাদেশের নির্বাচনী পরিবেশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে আবারও জানাল যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি স্পোকসপারসন বেদান্ত প্যাটেল এ তথ্য জানিয়েছেন।
স্থানীয় সময় সোমবার অনুষ্ঠিত এই ব্রিফিংয়ে বাংলাদেশে বিরোধী নেতাকর্মীদের গ্রেপ্তার ও সহিংসতা প্রসঙ্গও উঠে আসে। বেদান্ত প্যাটেল বলেছেন, বাংলাদেশে সহিংসতার যেকোন ঘটনাকে ব্যাপক গুরুত্ব দিয়ে দেখছে যুক্তরাষ্ট্র। কোন ধরণের রাজনৈতিক সহিংসতা যুক্তরাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য নয়।
দেশের জনগণের স্বার্থে সব রাজনৈতিক দলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে ওই ব্রিফিংয়ের বিস্তারিত তুলে ধরা হয়েছে। প্যাটেল আরও বলেন, বাংলাদেশি জনগণের স্বার্থে যুক্তরাষ্ট্র–বাংলাদেশ সরকার, বিরোধী দল, সুশীল সমাজ এবং অন্যান্য অংশীদারদের সাথে একসাথে কাজ করার আহ্বান জানাতে যুক্ত আছে এবং তা অব্যাহত থাকবে।