বেনাপোলে ভারতীয় যাত্রীদের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের নির্দেশ
- আপডেট সময় : ০২:৩৯:১৩ অপরাহ্ন, বুধবার, ৩১ মার্চ ২০২১
- / ১৫২৪ বার পড়া হয়েছে
বেনাপোল ইমিগ্রেশন দিয়ে আসা ভারতীয় যাত্রীদের বাধ্যতামূলক ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের নির্দেশনা দিয়েছে সরকার। ইতোমধ্যে দুইটি আবাসিক হোটেল নির্ধারণ করে দিয়েছে শার্শা উপজেলা প্রশাসন। এদিকে, সিলেটে কোয়ারেন্টাইন ভঙ্গ করার দায়ে দুই লন্ডন ফেরত যাত্রীকে জেল-জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বেনাপোল ইমিগ্রেশন দিয়ে আসা ভারতীয় যাত্রীদের বাধ্যতামূলক ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের নির্দেশনা দিয়েছে সরকার। মঙ্গলবার সকালে এই নির্দেশনা পত্র পৌঁছায় বেনাপোল ইমিগ্রেশনের স্বাস্থ্য বিভাগ ও পুলিশের কাছে। দ্রুত তা বাস্তবায়িত করবে প্রশাসন।
তবে এবার সরকারী নয়, ব্যক্তিগত খরচে কোয়ারেন্টাইনে থাকতে হবে যাত্রীদের। এছাড়া ভারত থেকে আসা বাংলাদেশী পাসপোর্টধারী যাত্রীদের মধ্যে করোনা উপসর্গ না থাকলে তাদের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হচ্ছে। ১৪দিনের কোয়ারেন্টাইনের জন্য বেনাপোল পৌর কমিউনিটি সেন্টার ও দুইটি আবাসিক হোটেল নির্ধারণ করে দিয়েছে শার্শা উপজেলা প্রশাসন।
সিলেটে কোয়ারেন্টাইন ভঙ্গ করার দায়ে দুই লন্ডন ফেরত যাত্রীকে জেল-জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
গেলরাতে তাদেরকে কারাগারে পাঠায় পুলিশ। মহানগর পুলিশের মুখপাত্র বি এম আশরাফ উল্ল্যাহ তাহের জানান, কোয়ারেন্টাইন ভঙ্গ করার অপরাধে নগদ ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৭ দিনের কারাদণ্ড দেয়া হয়। দণ্ডিতরা দুজন সুনামগঞ্জ ছাতকের মোহাম্মদ আব্দুন নুর এবং আলম হাসান রউফ।
২২ মার্চ লন্ডন থেকে আগত ১৪০ জন যাত্রী সরকারি নির্দেশনা মোতাবেক ৭ দিনের কোয়ারেন্টাইন জন্য নগরীর একটি হোটেলের অবস্থান করেন। ২৯ মার্চ ৭ দিনের কোয়ারেন্টাইন শেষ হওয়ায় করোনা ভাইরাস পরীক্ষার জন্য নমুনা প্রদান করেন। কিন্তু দণ্ডপ্রাপ্তরা দু’জন কোয়ারেন্টাইন ভঙ্গ করে করোনা ভাইরাস পরীক্ষার ফলাফল আসার পূর্বেই জোরপূর্বক হোটেল থেকে চলে যান।