বেনাপোল দিয়ে ১৮ আগস্ট থেকে ফিরতে শুরু করেছে ভারতীয় পাসপোর্টধারী যাত্রীরা
- আপডেট সময় : ০৬:০১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২০
- / ১৫৩০ বার পড়া হয়েছে
বেনাপোল সীমান্ত দিয়ে, ১৮ আগস্ট থেকে ভারতে যেতে শুরু করেছে ভারতীয় পাসপোর্টধারী যাত্রীরা। লকডাউন শুরু হলে ১৩ মার্চ থেকে সব ধরণের যাত্রী নেয়া বন্ধ করে দেয় ভারত সরকার। এমনকি, বাংলাদেশে আটকে থাকা ভারতীয়দেরকেও গ্রহন করা হয়নি।
করোনাকালে ভারত-বাংলাদেশ ভ্রমণকারিদের জন্য কিছু শর্ত দেয়া হয়েছে। যাত্রীর সঙ্গে থাকতে হবে করোনা পরীক্ষার নেগেটিভ সনদ। যেটা ৭২ ঘণ্টার মধ্যে হতে হবে। এছাড়া, অন্যান্য সময়ের নির্দেশাবলী মেনে চলতে হবে বলে জানান, এই কর্মকর্তা।
বাংলাদেশি নাগরিক ফিরলেই বেনাপোল ইমিগ্রেশন তাদের গ্রহণ করছে। তবে, করোনা পরিস্থিতিতে গ্রহণ না করায়, অনেক ভারতীয় নাগরিক, বাংলাদেশে আটকে আছেন। এদের অনেকের ভিসার মেয়াদও শেষ হয়ে গেছে।
স্বাভাবিক সময়ে বেনাপোল চেকপোস্ট দিয়ে প্রতিদিন গড়ে ১০ হাজার মানুষ পারাপার হন। গত ১৮ অগাস্ট বিকেল থেকে ২০ আগস্ট দুপুর পর্যন্ত প্রায় ১৩শ’ ভারতীয় তাদের দেশে ফিরেছেন।