বেনাপোল নোম্যান্সল্যান্ডে বিএসএফের সাইকেল রেলী অনুষ্ঠিত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ১১ জানুয়ারী ২০২১
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
বেনাপোল নোম্যান্সল্যান্ডে বিএসএফের সাইকেল রেলী অনুষ্ঠিত হয়েছে।
মুজিববর্ষকে সামনে ও ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্ক সুদৃঢ় রাখতেই এই আয়োজন। দুপুরে বিএসএফের ১৩ সদস্যের একটি প্রতিনিধি টিম মৈত্রী সাইকেল রেলি বেনাপোল-পেট্রাপোল নোম্যান্সল্যান্ড পরিদর্শন করেন। মৈত্রী সাইকেল রেলির নেতৃত্ব দেন পঙ্কজ কুমার সিং। এ সময় তাদের শুভেচ্ছা জানান বিজিবির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল জাকির হোসেন। এ সময় ভারতের পেট্রাপোল চেকপোস্ট বিএসএফ ক্যাম্পে গার্ড অফ অনার প্রদান করা হয়। পরে নো-ম্যান্সল্যান্ডে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনা হয়। রেলিটি কোলকাতা থেকে মিজোরাম পর্যন্ত মোট ৪৯৬ কিলোমিটার সীমান্ত এলাকা ঘোরার কথা রয়েছে।