বেনাপোল-পেট্রাপোল নোম্যান্সল্যান্ডে দুই বাংলার ভাষা প্রেমীদের মিলন মেলা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৬৩২ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বেনাপোল-পেট্রাপোল নোম্যান্সল্যান্ডে দুই বাংলার হাজারো ভাষা প্রেমীদের মিলন মেলায় পরিণত হয়। ভৌগলিক সীমারেখা ভুলে দুই বাংলার মানুষ একই মঞ্চে তুলে ধরলেন বাংলা ভাষার জয়গান।
ভাষার টানে শহীদদের প্রতি সম্মিলিত শ্রদ্ধা জানায় ভারত-বাংলাদেশ। ফুলে ফুলে ভরে যায় নোম্যান্সল্যান্ডে নির্মিত অস্থায়ী শহীদ বেদি। এসময় দুই দেশের সীমান্তের মধ্যবর্তী স্থানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
একে অপরকে আলিঙ্গন করে সব ভেদাভেদ ভুলে যায় কিছু সময়ের জন্য। বাঙালীর নাড়ির টানে একজন অপরজনকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন। আবেগের কাছে মিলে মিশে একাকার হয় দুই বাংলার মানুষ।
উভয় দেশের মধ্যকার সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের ভিত্তি এখনো যে অটুট, তাই বোঝা গেল অনুষ্ঠানে উপস্থিত দুই বাংলার অতিথিদের বক্তব্যে।