বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৪:৪১ অপরাহ্ন, সোমবার, ৩১ জানুয়ারী ২০২২
- / ১৫৫১ বার পড়া হয়েছে
ভারতের পেট্রাপোল বন্দরে অনির্দিষ্টকালের ডাকা ধর্মঘটের কারণে বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।
সকাল থেকে এই বন্দর দিয়ে দু’দেশের মধ্যে আমদানি-রপ্তানি বানিজ্য বন্ধ রয়েছে। এলপি ম্যানেজারের নানা হয়রানির প্রতিবাদে এ ধর্মঘটের ডাক দিয়েছে পেট্রাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ এসোসিয়েশন, ট্রান্সপোর্ট এসোসিয়েশন, যাত্রীবাহী পরিবহন সমিতিসহ বন্দর ব্যবহারকারী সংগঠনগুলো।পেট্রাপোল বন্দরে নতুন এলপি ম্যানেজার ঘন ঘন আইন তৈরি করায় নানা হয়রানির শিকার হচ্ছেন বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। হয়রানিবন্ধসহ নতুন এলপি ম্যানেজারের প্রত্যাহারের দাবিতে দফায়-দফায় বৈঠক ও বিক্ষোভ সমাবেশ করছে তারা। এরপরও এলপি ম্যানেজার তার সিদ্ধান্তে অটল রয়েছেন।হয়রানির প্রতিবাদে পেট্রাপোল বন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘট ডাকা হয়েছে। দাবী আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান বিক্ষুব্ধরা।