বেনাপোল বন্দর দিয়ে ডিজেল-কেরোসিন পাচার ঠেকাতে নজরদারি বাড়িয়েছে বিজিবি
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩০:২০ অপরাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
বেনাপোল বন্দর দিয়ে ডিজেল-কেরোসিন পাচার ঠেকাতে নজরদারি বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের-বিজিবি। বুধবার সকাল থেকে আমদানি-রফতানি গেটে তদারকি করতে দেখা যায় বিজিবি সদস্যদের।
যশোর ৪৯ বিজিবি অধিনায়ক লে, কর্ণেল সেলিম রেজা বলেন, ভারতে জ্বালানি তেল পাচার রোধে অতিরিক্ত নজরদারি বাড়াতে হেডকোয়াটার্স থেকে নির্দেশনা দেয়া হয়েছে। ফলে ১০ দিন আগে থেকে আমদানিকৃত পণ্য নিয়ে আসা ভারতীয় ট্রাকগুলোর জ্বালানি তেল স্কেল দিয়ে পরিমাপ করে নোট রাখা হচ্ছে। মালামাল খালাসের পর ভারতে ফিরে যাওয়ার আগেও তল্লাশি করা হচ্ছে আবারও। পূর্বের পরিমাপ অনুযায়ী তেলের পরিমাণ মিলিয়ে ছাড়া হচ্ছে ট্রাকগুলো । ভারতে ফিরে যাওয়ার সময় যদি কোন ট্রাকে পূর্বের তুলনায় জ্বালানি তেল বেশি পাওয়া যায় তাহলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। একই কারণে পুটখালি, গোগা, কায়বা ও দৌলতপুরেও বাড়ানো হযেছে বিজিবি’র টহল।