বেনাপোল স্থলবন্দর কাস্টমস হাউসে রাজস্ব আদায়ে বড় ধরনের ধ্বস নেমেছে
- আপডেট সময় : ০১:২২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩
- / ১৭২২ বার পড়া হয়েছে
বেনাপোল স্থলবন্দর কাস্টমস হাউসে রাজস্ব আদায়ে বড় ধরনের ধ্বস নেমেছে। ডলার সংকটে ব্যাংক থেকে এলসি না পাওয়ায় এ ঘাটতি। ফলে গত ৪ মাসে ৩১৩ কোটি টাকার রাজস্ব আদায় হ্রাস পেয়েছে।
সম্পতি বেনাপোল বন্দর থেকে বড় ধরনের বেশ কিছু আমদানিকারকরা ব্যবসা বন্ধ করে দিয়েছে। মোটর গাড়ি, এর পার্টস, ফেব্রিকস, আয়রন, স্টিল, কেমিকেল, আপেল ও আমদানিকারকরা আমদানি বন্ধ করে দিয়েছে। এসব পণ্য থেকে ২০১ কোটি টাকার রাজস্ব আদায় কম হয়েছে।
ব্যবসায়ীরা জানিয়েছেন, ডলার সংকটে ব্যাংক থেকে এলসি খুলতে না পারায় আমদানি কমছে। গত ৪ মাসে ২৪০ কোটি টাকার রাজস্ব আদায় কম হয়েছে।
বেনাপোল স্থল বন্দরে কমেছে আমদানি রফতানি। বিভিন্ন কারণে বন্দর ব্যবহার বন্ধ হয়ে গেছে।ব্যাংক থেকে এলসি না পাওয়ায় বড় ধরণের রাজস্ব ঘাটতি হয়েছে।
মোটর গাড়ি ও মোটর পার্টস থেকে ২০১ কোটি টাকার রাজস্ব আদায় কম হয়েছে, আপেল আমদানিতে ২৪ কোটি ও ফেব্রিকস আমদানিতে ২১ কোটি টাকার রাজস্ব আদায় কম হয়েছে।