বেশিরভাগ মানুষেরই করোনার ভ্যাকসিন লাগবে না
- আপডেট সময় : ০৭:৫৪:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২০
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
বেশিরভাগ মানুষেরই করোনার ভ্যাকসিন লাগবে না বলে জানিয়েছেন অক্সফোর্ড গবেষক অধ্যাপক সুনেত্রা গুপ্ত। তিনি বলেন, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো তাদের এই টিকা নেয়ার প্রয়োজন নেই। বৃহস্পতিবার হিন্দুস্তান টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে সুনেত্রা এ সব কথা জানান।
করোনাভাইরাসের কার্যকর ভ্যাকসিন তৈরির লক্ষ্যে বিশ্বের প্রথিতযশা বিজ্ঞানীরা রাত দিন কাজ করছেন। এরইমধ্যে ব্রিটেনসহ বেশ কয়েকটি দেশ করোনার টিকার হিউম্যান ট্রায়াল শুরু করে দিয়েছে। অন্তত ১২টি ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল চলছে। সুনেত্রা বলেন, অধিকাংশ মানুষের জন্য এই ভাইরাস দুশ্চিন্তার কারণ নয়। এই বাঙালি বিশেষজ্ঞের দাবি, সাধারণ ফ্লু বা জ্বরের ক্ষেত্রে যতটা ঝুঁকি থাকে করোনার ক্ষেত্রে একজন সম্পূর্ণ সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষেরও ঠিক ততটাই ঝুঁকি রয়েছে। যারা বয়স্ক বা যাদের আগে থেকেই কোনো বড় রকমের স্বাস্থ্য সমস্যা রয়েছে, কেবল তাদের ক্ষেত্রেই করোনায় বিশেষ ঝুঁকি রয়েছে।