বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো ভর্তির ক্ষেত্রে ৬ শতাংশ কোটার ব্যবহার নিশ্চিত করেনি
- আপডেট সময় : ০৭:৩৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
বেসরকারি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের সন্তান এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের সংরক্ষিত ৬ শতাংশ কোটার ব্যবহার নিশ্চিত করেনি। সংশ্লিষ্টদের এই ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না, জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।
একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরী কমিশনের চেয়ারম্যানকে আগামী ৬০ দিনের মধ্যে এ সম্পর্কিত প্রতিবেদন দাখিলে নির্দেশও দেয় উচ্চ আদালত। রুলে গবেষণা খাতে শিক্ষার্থীদের জন্য বরাদ্দ অর্থের ব্যবহার কতটুকু হয়েছে তাও জানতে চাওয়া হয়। ক্যাবের রিটের শুনানি শেষে বিচারপতি মোঃ মজিবুর রহমান মিয়া এবং বিচারপতি খিজির হায়াতের দ্বৈত বেঞ্চ এ রুল জারি করেন। রিটকারির আইনজীবী জানান, ২০১০ সালে বেসকারি বিশ্ববিদ্যালয় আইন প্রনয়নের পর থেকে প্রতিবছর ভর্তির ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের সন্তান এবং মেধাবী দরিদ্র শিক্ষার্থীদের জন্য ৬ শতাংশ কোটা বাধ্যতামূলক করা হয়। কিন্তু, তা মানছে না বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো।