বেড়েছে করোনা রোগীর সংখ্যা, হিমশিম অবস্থা হাসপাতালগুলোতে
- আপডেট সময় : ০৭:৩৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
রাজধানী ঢাকাসহ সারাদেশে হঠাৎই বাড়ছে করোনা রোগীর সংখ্যা। জনমনে যেমনি বেড়েছে উদ্বেগ, তেমনি উৎকণ্ঠিত চিকিৎসকরাও। জরুরী পরিস্থিতিতেও হাসপাতালে মিলছে না শয্যা। এ অবস্থায় করোনা নিয়ন্ত্রণ করা না গেলে মৃত্যুহার বেড়ে ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এদিকে, সংক্রমণ ছড়িয়ে পড়ায় করোনা পরীক্ষার ল্যাবরেটরিগুলোতেও কয়েকগুণ বেড়েছে নমুনা সংগ্রহের সংখ্যা। সবখানেই হিমশিম অবস্থা। ওদিকে, স্বজনদের দাবি, হাসপাতালগুলোতে করোনা রোগীর সংখ্যা বাড়ায় সেখানে মিলছে না যথাযথ চিকিৎসা সেবা। তবে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক অস্বীকার করেছেন এমন অভিযোগ।
করোনার নমুনা সংগ্রহ ও আক্রান্তের সংখ্যা কয়েকগুণ বাড়ার সাথে পাল্লা দিয়ে বেড়েছে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যাও। এতে হিমশিম অবস্থা হাসপাতালগুলোতে। জানুয়ারি-ফেব্রুয়ারিতেও যেসব হাসপাতালে ২০/৩০ জন প্রতিদিন নমুনা দিতে আসতেন, সেখানে এই সংখ্যা বেড়েছে ১০ গুণ।
করোনার নানা ধরনের লক্ষণ নিয়ে ঝুঁকির মধ্যে নমুনা দিতে আসছেন রোগীরা।
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ১০টি আইসিইউসহ করোনার বেড সংখ্যা ২শোটি। মঙ্গলবার সেখানে ভর্তি ছিলেন ১শ ৭০ জন।
চিকিৎসা সেবা নিয়ে স্বজনদের কেউ কেউ সিট পেয়েই সন্তুষ্টির কথা জানালেও বেশিরভাগ রোগী ও স্বজনদের রয়েছে বিস্তর অভিযোগ। অনেকেই পাচ্ছেন না আইসিইউ কিংবা অক্সিজেন।
তবে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক এ অভিযোগ উড়িয়ে দিয়ে জানান, রোগীর সংখ্যা বাড়লেও এখনো তারা সামাল দিতে পারছেন।
এদিকে, করোনা প্রতিরোধে প্রথম থেকেই সরকারের সমন্বয়হীনতাকে দায়ী করলেন এই বিশেষজ্ঞ চিকিৎসক। করোনা চিকিৎসার চেয়ে প্রতিরোধের ওপর সর্বোচ্চ গুরুত্ব দেয়ার তাগিদ দেন তিনি।