বেড়েছে বেকারত্ব, পুরোনো শ্রমিক দলে যোগ হচ্ছে নতুন নতুন মুখ
- আপডেট সময় : ০২:২০:১৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২০
- / ১৫৪২ বার পড়া হয়েছে
করোনার দ্বিতীয় ঢেউয়ের আঘাতে বেড়েছে বেকারত্ব, পুরোনো শ্রমিক দলে যোগ হচ্ছে নতুন নতুন মুখ। ফলে কাজের বাজার যেমন সংকুচিত হয়েছে, তেমনি কমেছে শ্রমের মূল্য। তাই কাজ এবং দু’মোঠো খাবারের জন্য দিশেহারা সময় পার করছেন শ্রমজীবী মানুষেরা। জীবন ও জীবিকা টিকিয়ে রাখার এই লড়াইয়ে রয়েছেন নারী শ্রমিকরাও।
রাত শেষে ভোরের আলো ফুটলেও করোনার কারণে শ্রমজীবী মানুষের জীবন আজ আধারে ঘেরা।সময়ের সাথে দিনের পালাবদল ঘটলেও দুর্ভাগ্যের চাকাটা যেন স্থির দাঁড়িয়ে আছে, সেই মার্চ থেকে।
করোনার ২য় ঢেউ এর আঘাতে প্রতিনিয়ত বাড়ছে বেকারত্ব, শ্রমিক দলে যোগ হচ্ছে নতুন নতুন মুখ। কাজের বাজার হচ্ছে সংকুচিত, শ্রম মূল্য যাচ্ছে কমে।
এর মাঝে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি যেন মড়ার উপর খাড়া ঘা হয়ে দাড়িয়েছে শ্রমজীবী এসব মানুষের জীবনে।
জীবন ও জীবিকার এই যুদ্ধে পুরুষের পাশাপাশি নারী শ্রমিকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।পরিবারের নিরন্ন মুখ গুলোর কথা ভেবে কাজের সন্ধানের বেড়িয়ে পড়া মায়েদের অভিযোগ, প্রতিদিন কাজ জোটে না, যদিও পান, তাও মেলে না ন্যায্য মুজুরী, কারণ এখানোও রয়েছে নারী পুরুষের ভেদ।
মিরপুরসহ রাজধানীর বিভিন্ন পয়েন্টে শ্রমজীবী মানুষের লড়াইয়ের দৃশ্যটা যেন অনেকটা একই রকম, সব খানেই অপ্রাপ্তি ও হতাশার দীর্ঘশ্বাস।
দীর্ঘ অপেক্ষার পর কারো হয়তো কাজ মেলে কারো মেলেন, ক্ষোভ হতাশা নিয়ে বাড়ী ফিরে যায় রক্ত ঘাম করে বেঁচে থাকা মানুষগুলো।