বে-ওয়ান ক্রুজ শিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন ভ্রমণ পিপাসুরা

- আপডেট সময় : ০২:০৪:২২ অপরাহ্ন, রবিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৯১ বার পড়া হয়েছে
২৯ বছরের পুরোনো জাহাজকে ঘষেমেজে বানানো হয়েছে চট্টগ্রাম-সেন্টমার্টিন রুটের প্রমোদতরী বে-ওয়ান ক্রুজ শিপ। ২৪ ফেব্রুয়ারী মাঝ দরিয়ায় আগুন ধরে গেলে ঝুঁকিতে পড়েন মন্ত্রীসহ যাত্রীরা। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন ভ্রমণ পিপাসুরা।
পুরনো জাহাজকে ঘষেমেজে ১ বছরের বেশি সময় ধরে চট্টগ্রাম-সেন্টমার্টিন রুটে চলাচল করছে প্রমোদতরী বে ওয়ান ক্রুজ শিপ। ২৯ বছরের পুরনো জাহাজটিতে ২৪ ফেব্রুয়ারী রাতে আগুন ধরে যায়।
নিরাপত্তাহীনতা, অব্যবস্থাপনা, আতঙ্ক, উদ্বেগ আর উৎকন্ঠায় মাঝ সমুদ্রে ভয়ঙ্কর একটি রাত পার করেছেন সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকসহ ৮শ’ যাত্রী।
তবে যাত্রীদের সব অভিযোগ তুড়ি মেরে জাহাজের ক্যাপ্টেন জানালেন, দুর্যোগ মোকাবেলায় তাদের সামর্থ্যের কথা। জাহাজ ক্যাপ্টেনের ইচ্ছায় দুর্ঘটনার পর আবারো সেন্টমার্টিন রওনা শিপটি। অথচ মাঝ সমুদ্র থেকেই জাহাজটিকে পতেঙ্গা ওয়াটার বাস টার্মিনালে আনা হয় চট্টগ্রাম বন্দরের টাগ বোটের সাহায্যে।
ঘটনার তদন্ত ও শতভাগ নিরাপত্তা নিশ্চিত না করে জাহাজটি পুণরায় চালু করা উচিত হবে না বলে মনে করেন ভ্রমণ পিপাসুরা।