নির্বাচন সফল করতে সরকারের বিভিন্ন দপ্তর, মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:২৬:২৮ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩
- / ১৮৩৫ বার পড়া হয়েছে
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে সম্পন্ন করতে সরকারের বিভিন্ন দপ্তর, মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। এতে ভোটে কার কী দায়িত্ব তা নির্ধারণ করা হবে।
সকাল ১১টায় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে বৈঠকটি ইসির সভাকক্ষে শুরু হয়। বৈঠকে বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর নির্বাহী পরিচালক, পররাষ্ট্র ও তথ্য মন্ত্রণালয়, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, নৌপরিবহণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিনিধি ও মন্ত্রী পরিষদ সচিবরা উপস্থিত আছেন।
সভায় ভোটকেন্দ্রের স্থাপনা মেরামত ও ভৌত অবকাঠামো সংস্কার, দুর্গম এলাকায় হেলিকপ্টারে নির্বাচনী মালামাল পরিবহণ এবং ভোটগ্রহণ কর্মকর্তাদের ভোটকেন্দ্রে আনা-নেয়ার বিষয়ে পদক্ষেপ গ্রহণ, ভোট সংক্রান্ত বিভিন্ন দিক নির্দেশনা নিয়ে আলোচনা চলছে।