বৈরি আবহাওয়ার কারণে চট্টগ্রাম বন্দরের বহি:নোঙ্গরের সব কার্যক্রম বন্ধ রাখা হয়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৩:১৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
বৈরি আবহাওয়ার কারণে চট্টগ্রাম বন্দরের বহি:নোঙ্গরের সব কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। এতে পণ্য বোঝায় ৪৪টি মাদার ভেসেল অলস ভাসছে উত্তাল সাগরে।
বন্দর কর্তৃপক্ষ জানায়, সমুদ্র উত্তাল থাকায় গতকাল সকাল থেকেই মাদার ভেসেলের পাশে কোন লাইটার জাহাজ নোঙ্গর করতে পারছে না। তাই বহিনোঙ্গরে পণ্য খালাস করাও সম্ভব হচ্ছে না। নতুন করে কোন লাইটার জাহাজ বহিনোঙ্গরে পাঠানো হচ্ছে না। আগে থেকে অবস্থান করা লাইটার জাহাজগুলোকে মাদার ভেসেল থেকে নিরাপদ দূরত্বে অবস্থান করতে নির্দেশনা দেয়া হয়েছে। এতে অভ্যন্তরীন নৌরুটে পণ্য পরিবহণ পুরোপুরি বন্ধ রয়েছে।আমদানীকারকরা বলছেন, বন্দর কার্যক্রমের বড় অংশ বহিনোঙ্গরেই পরিচালিত হয়। সাগর শান্ত হবার সঙ্গে সঙ্গে ফের পণ্য খালাস শুরু করার প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।