বৈরি আবহাওয়ায় পঞ্চগড়ে করোতোয়া নদীতে নৌকাডুবি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫২:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৮৩ বার পড়া হয়েছে
পঞ্চগড়ের করতোয়া নদীতে নৌকা ডুবে নারী-শিশু সহ ২০ জনের মৃত্যুর হয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। নিখোঁজ রয়েছে অর্ধশত। তাদের খোঁজে উদ্ধার অভিযান চলছে।
বোদা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজন কুমার রায় ১৬ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এ ঘটনায় আরও অন্তত অর্ধশত জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। তবে তাৎক্ষণিকভাবে মৃতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে গেছেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মোহাম্মদ জহুরুল ইসলাম।স্বজনদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।