বৈশাখের মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি নিয়ে মুখর চারুকলা
- আপডেট সময় : ১০:১৮:২১ অপরাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০২৪
- / ২২৯২ বার পড়া হয়েছে
ঈদের ছুটির আমেজ থাকলেও মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতিতে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ড. আব্দুস সামাদ। সবার সম্মিলিত প্রচেষ্টায় বর্ণিল আয়োজনে উদযাপন হবে বাংলা নববর্ষ-১৪৩১। দুপুরে চারুকলায় পহেলা বৈশাখ নিয়ে সংবাদ সম্মেলনে এসব জানান ড. আব্দুস সামাদ। আর মুখে মুখোশ পরে কেউ যেনো মঙ্গল শোভাযাত্রায় অপকর্ম করতে না পারে, সে ব্যাপারে পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে বলে জানান চারুকলা অনুষদের ডীন অধ্যাপক নিসার হোসেন।
১৪৩১ সালের বাংলা বছরের প্রথম দিন-পয়লা বৈশাখকে স্বাগত জানাতে চলছে জোর প্রস্তুতি। বর্ষবরণের জন্য রঙিন মুখোশ তৈরিতে ব্যস্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীরা।
সামনে ঈদ, বাড়িতে চলে গেছে শিক্ষার্থীদের বড় একটি অংশ। তারপরও অন্য যে কোন বারের তুলনা এবার নববর্ষ উদযাপনকে স্মরণীয় করে রাখার লক্ষ্য আয়োজকদের। সফল করতে সকল সংস্কৃতি কর্মীকে যোগ দেয়ার আহ্বান জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য।
আমরা তো তিমিরবিনাশ- এই প্রতিপাদ্য নিয়ে এবারের মঙ্গল শোভাযাত্রা। যেখানে নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন একসাথে কাজ করবে বলেও জানান ড. মুহাম্মদ আব্দুস সামাদ।
মঙ্গলশোভাযাত্রার সৌন্দর্য ও সাবলীলতা নিরাপত্তার কারণে হারিয়ে যাবে না, সে বিষয়ে সতর্ক আয়োজকরা। পাশাপাশি সংস্কৃতির বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্র রোধে শোভাযাত্রায় মুখোশ না পরার আহ্বান জানান চারুকলার ডিন।
মঙ্গল শোভাযাত্রায় সময়সীমা বেঁধে দেয়ায় প্রতিবাদে কেন্দ্রীয় শহিদ মিনারে পয়লা বৈশাখ বিকেল চারটা থেকে রাত নয়টা পর্যন্ত সাংস্কৃতিক কর্মসূচি ঘোষণা করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।