বৈশ্বিক অর্থনৈতিক সংকটে চাপে আছে সরকার : কাদের
- আপডেট সময় : ০১:৪৮:১৬ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০২৪
- / ১৬৬২ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বৈশ্বিক অর্থনৈতিক সংকটে চাপে আছে সরকার। যুদ্ধ, ডলার সংকট, আমদানি রপ্তানি মিলিয়ে বর্তমানে যে চাপ, তা উপেক্ষা করার সুযোগ নেই। যুক্তরাষ্ট্রে এখন যা হচ্ছে তা নিয়ে কথা বলতে গেলে বন্ধুত্ব থাকবে না কেন.. প্রশ্ন ওবায়দুল কাদেরের।
দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে ওবায়দুল কাদের আরো বলেন, যুক্তরাষ্ট্র এদেশের মানবাধিকার, গণতন্ত্র, নির্বাচন নিয়ে কথা বলে, তারা এদেশেকে যেভাবে দেখে নিজের দেশকে সে চোখে দেখে না। সরকার পরিচালনা করতে গিয়ে গ্লোবাল ইকোনমি নিয়ে চাপ রয়েছে। যুদ্ধের প্রভাব, ডলার সংকট, আমদানি রপ্তানিতেও পড়েছে। কাদের বলেন, ভারতে বিরোধীদল নির্বাচন বয়কট করেনি। নানা সমালোচনা থাকলেও নির্বাচনে অংশ নিচ্ছে তারা। বাংলাদেশের নির্বাচনের সাথে ভারতের নির্বাচনের মিল নেই বলেও জানান ওবায়দুল কাদের।