বৈশ্বিক করোনা মহামারী থেকে রক্ষা, মুসলিম উম্মাহর সুখ-সম্বৃদ্ধি কামনা করে দেশব্যাপী অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর
- আপডেট সময় : ০১:৫৪:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মে ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
বৈশ্বিক করোনা মহামারী থেকে রক্ষা, মুসলিম উম্মাহর সুখ-সম্বৃদ্ধি কামনা করে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য্যের মধ্যদিয়ে দেশব্যাপী অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদুল ফিতরের জামাত।
রাজশাহীতে সকাল ৮টায় শাহ মখদুম দরগা মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এর আগে মুসল্লিরা স্বিধি মেনে মসজিদে নামাজ আদায়ের জন্য প্রবেশ করেন। নামাজ শেষে মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনা করে প্রার্থনা করা হয়।
করোনা সংক্রমণ প্রতিরোধে গত বছরের মতো এবারও মসজিদে আদায় করা হয় ঈদের নামাজ। ঈদগাহে বা খোলা জায়গায় ঈদের জামাত আদায়ে সরকারি নিষেধাজ্ঞা থাকায় ঈদগাহর পরিবর্তে বিধি মেনে জামাত অনুষ্ঠিত হয় সিলেটের মসজিদে মসজিদে।
দিনাজপুরের প্রত্যন্ত অঞ্চলগুলোতে অনুষ্ঠিত হয়েছে নারীদের ঈদের জামাত। অংশ নেন বিপুল সংখ্যক নারী। জেলার বিরল উপজেলার মাধববাটি গ্রামে নারীদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন হাফেজ ইভা আক্তার।
দেশ-জাতির সুখ ও সম্বৃদ্ধি কামনায় যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য্যের মধ্যদিয়ে খুলনায় ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়।
বিধি মেনে মসজিদে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে বন্দর নগরী চট্টগ্রামে। বিশেষ করে এবার করোনা থেকে মুক্তির পেতে দোয়া করেছেন মুসল্লিরা। সকাল ৮ টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় জামিয়াতুল ফালাহ মসজিদে। একই জায়গায় সকাল ৯ টায় অনুষ্ঠিত হয় ঈদের দ্বিতীয় জামাত
বরিশালে বিধি মেনে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টায় নগরীর কালেক্টরেট জামে মসজিদে বিভাগ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা জামাতে নামাজ আদায় করেন।
বিধি মেনে ঐতিহ্যবাহী ষাটগম্বুজ মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন হাজার হাজার মুসল্লিরা। সকাল সাড়ে ৭টায় বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
করোনামুক্ত হোক বাংলাদেশ এই দোয়ার মধ্যদিয়ে ময়মনসিংহে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।
নেত্রকোনা শহরের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয়েছে শহরের মোক্তারপাড়া জামে মসজিদে প্রাঙ্গনে।
এছাড়াও কুষ্টিয়া, গাইবান্ধা, গোপালগঞ্জ, পটুয়াখালী, জামালপুর, বগুড়া, ব্রাম্মণবাড়িয়া, মাগুরা ও সাতক্ষীরায় যথাযথ বিধি মেনে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।