বৈশ্বিক মন্দার মাঝেও দেশের অর্থনীতি নিরাপদ ও গতিশীল আছে : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৫:১৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২
- / ১৫৭১ বার পড়া হয়েছে
দেশের অর্থনীতি নিরাপদ ও গতিশীল আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈশ্বিক মন্দার প্রভাব থেকে জনগনকে রক্ষায় সরকার সচেষ্ট রয়েছে বলেও জানান তিনি। যশোরে বিমান বাহিনীর রাষ্ট্রপতি কুচকাওয়াজ পরিদর্শন শেষে এ সব কথা বলেন প্রধানমন্ত্রী। ফোর্সেস গোল-২০৩০ বাস্তবায়নের ধারাবাহিকতা বজায় থাকলে বিমান বাহিনী উৎকর্ষতায় নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মন্তব্য করেন সরকার প্রধান।
যশোরের বিএএফ একাডেমীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান।
জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা।
বিশেষ হুড খোলা জীপে প্যারেড পরিদর্শন করেন সরকার প্রধান।
পরে, ১০ জন কৃতি অফিসার ক্যাডেটকে ফ্লাইং ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী।
আনুষ্ঠানিক বক্তব্যের শুরুতেই মুক্তিযুদ্ধে বিমান বাহিনীর সদস্যদের গৌরবোজ্জ্বল ভূমিকার কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী।
বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর বিমান বাহিনীর মাঝেও কালো অধ্যায়ের সূচনা হয় বলে মন্তব্য করেন বঙ্গবন্ধু কন্যা।
নাইট ভিশন ট্রেইনার সংযোজনসহ সরকার গৃহীত পদক্ষেপের ধারাবাহিকতা বজায় থাকলে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে জানান শেখ হাসিনা।
বৈশ্বিক মন্দার প্রভাব থেকে জনগনকে রক্ষায় সরকার সচেষ্ট বলেও জানান সরকার প্রধান।
পরে গ্রুপ ক্যাপ্টেন মামুনুর রশীদের নেতৃত্বে বিমান বাহিনীর মনোজ্ঞ ফ্লাইং পাস দেখেন শেখ হাসিনা।