বোকো হারামের কবল থেকে মুক্তি পেয়েছে অপহৃত ৩৪৪ স্কুল শিক্ষার্থী

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৪১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
নাইজেরিয়ায় জঙ্গি সংগঠন বোকো হারামের কবল থেকে মুক্তি পেয়েছে অপহৃত ৩৪৪ স্কুল শিক্ষার্থী।
সরকারের নিরাপত্তা কর্মীদের হাতে শিক্ষার্থীদের ফিরিয়ে দেয়া হয়। শিক্ষার্থীদের সবাই ভালো আছে বলে জানিয়েছেন দেশটির কাটসিনা রাজ্য গর্ভনরের এক মুখপাত্র। মুক্তি পাওয়া শিক্ষার্থীদের আজ তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হবে বলে জানিয়েছেন তিনি। তবে কয়েকটি প্রতিবেদনে বলা হয়, এখনো কয়েকজন শিক্ষার্থী আটক রয়েছে। অপহরণের কথা স্বীকার করেছে জঙ্গি সংগঠন বোকো হারাম। গত সপ্তাহে নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের একটি বোর্ডিং স্কুল থেকে অপহৃত হয় তারা।