বোরহানউদ্দিনে পুলিশের পাঁচ সদস্যের প্রতিনিধি দল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪২:৩২ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০১৯
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
ভোলার বোরহানউদ্দিনে সহিংসতার ঘটনায় গঠিত পুলিশের পাঁচ সদস্যের প্রতিনিধি দল তদন্ত কাজ শুরু করেছে।
ঘটনাস্থলে গিয়ে আজ সকাল ১০টা থেকে দলটি তদন্ত কাজ শুরু করে। গেলো ২০ অক্টোবর বরিশাল রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলামকে প্রধান করে ৫ সদস্যের ওই কমিটি গঠন কর হয়। তদন্ত দল আগামী ৭ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবে। সহিংসতার ঘটনায় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের দু’টি তদন্ত কমিটি গঠন করা হয়। এরই মধ্যে জেলা প্রশাসনের তদন্ত দল তাদের প্রতিবেদন জমা দিয়েছে।