বোরহানউদ্দিনে পুলিশ ও এলাকাবাসীর সাথে সংঘর্ষে চারজন নিহত
- আপডেট সময় : ০৮:৩৮:১২ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০১৯
- / ১৫৮৬ বার পড়া হয়েছে
ভোলার বোরহানউদ্দিনে পুলিশ ও এলাকাবাসীর সাথে সংঘর্ষে চারজন নিহত হয়েছে। আহত হয়েছে পুলিশসহ আরো অন্তত দেড় শতাধিক। আহতদের বোরহান উদ্দিন, ভোলা সদর ও বরিশাল শের-ই বাংলা মেডিকেল করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, বিজিবি ও কোষ্ট গার্ডসহ বিপুল সংখ্যক আইন শৃঙ্খলাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
ফেসবুকে দেয়া স্ট্যাটাসকে কেন্দ্র করে আয়োজিত সমাবেশে অংশ নিতে উপজেলার সব ইউনিয়ন থেকে কয়েক হাজার লোক একত্রিত হয় বোরহানউদ্দিন হাইস্কুল মাঠে। কিন্তু সমাবেশ শুরুর আগেই শেষ করার নির্দেশ দেয়ার এক পর্যায়ে পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে এলাকাবাসী।
বিক্ষোভকারীরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালায়। এতে সাংবাদিক-পুলিশসহ আহত হয় অর্ধশতাধিক। আহতদের বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ভোলা সদর হাসপাতালে নেয়া হলে চারজনের মৃত্য হয়।
এদিকে, অনুমতি ছাড়াই সমাবেশ করা, অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং পলিশের উপর হামলা করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই বাধ্য হয়ে পুলিশ গুলি চালিয়েছে দাবি এই পুলিশ কর্মকর্তার।
এ ঘটনাকে কেন্দ্র করে পুরো জেলা জুড়ে সাধারণ মানুষের মাঝে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়েন্ত্রনে বোরহান উদ্দিনে অতিরিক্ত পুলিশের পাশপাশি বিজিবি ও কোস্টগার্ড মেতায়েন করা হয়েছে।