বোরো ধান কাটায় ব্যস্ত দিনাজপুরের কৃষক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:২১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মে ২০২২
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
দিনাজপুরে এখন বোরো ধান কাটায় ব্যস্ত কৃষক। আবহাওয়া অনুকূলে থাকায় এবার বাম্পার ফলন হয়েছে। বাজারে ধানের দাম আশানুরূপ হওয়ায় খুশি কৃষক। কৃষি বিভাগ বলছে, এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ধান উৎপাদন হয়েছে।
দিগন্ত বিস্তৃত ধানের ক্ষেত দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে। ধান তো নয, যেন কৃষকের ছোঁয়ায় সোনালী হয়ে উঠেছে ধানের শীষ। সেই ধান ঘরে তুলতে ব্যস্ত কৃষক-কৃষাণী।
প্রতি বিঘায় ধানের উৎপাদন ৪০ থেকে ৫০ মন। কৃষকের মতে, আবহওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হয়েছে।
প্রতি বস্তা ধান বিক্রি হচ্ছে ১৬০০ টাকা থেকে ১৮০০ টাকা। মৌসুমের শুরুতেই ধানের দাম ভালো পাওয়ায় খুশি কৃষক।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, এবার ধানউৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। দামও কৃষকের প্রত্যাশার মধ্যে রয়েছে।
দিনাজপুরের ১৩ উপজেলায় এবার এক লক্ষ ৭১ হাজার হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছে।