বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৮:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ নভেম্বর ২০২১
- / ১৫৩১ বার পড়া হয়েছে
রাঙ্গামাটি সদরে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে।
সকালে সদর উপজেলার সাপছড়িতে শান্তিধাম বৌদ্ধবিহারে দিনব্যাপী এ ধর্মীয় অনুষ্ঠান হয়। প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোহাম্মদ মুছা মাতব্বর। অনুষ্ঠানে বৌদ্ধ ধর্মীয় গুরু ভদন্ত সুমনা জ্যোতি মহাথেরো, সাপছড়ি বিহার অধ্যক্ষ জয় বংশ মহাথেরোসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। এর আগে সকাল থেকে বিহার প্রাঙ্গণে বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান, পঞ্চশীল গ্রহণ, বুদ্ধ পূজা, অষ্ট পরিস্কার দান করা হয়।