ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইন ২০২৩ অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা
- আপডেট সময় : ০৭:৫৫:০৭ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩
- / ১৯৪৮ বার পড়া হয়েছে
ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইন, ২০২৩ নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। এসময় পাঁচ বছর সুন্দরভাবে দায়িত্ব পালনের জন্য মন্ত্রীদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেন, ভূমি ব্যবহারে সব উপজেলায় মাস্টারপ্ল্যান তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠক। বৈঠকে ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইন-২০২৩ নীতিগতভাবে অনুমোদন দেয় মন্ত্রিসভা। এসময় পাঁচ বছর একসঙ্গে কাজ করার জন্য মন্ত্রিসভার সদস্য ও সচিবদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। বৈঠকের পর সচিবালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান মন্ত্রিপরিষদ সচিব। তিনি বলেন, এখন থেকে দেশের যত্রতত্র ঘরবাড়ি বা শিল্পকারখানা নির্মাণ না করে, প্রত্যেক উপজেলায় ভূমি ব্যবহারের ক্ষেত্রে মাস্টারপ্লান করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। সভায় জয়িতা ফাউন্ডেশন আইন, ২০২২-২৩ অর্থবছরের কার্যাবলীসহ বিভিন্ন বিষয় আলোজনা হয়েছে বলেও জানান মো. মাহবুব হোসেন।