ব্যবসায়ী সিন্ডিকেটের কবলে সারাবছর নিত্যপণ্যের দাম অস্থির থাকলেও এখন ভিন্ন চিত্র
- আপডেট সময় : ১১:০৩:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
- / ২০২৬ বার পড়া হয়েছে
ব্যবসায়ী সিন্ডিকেটের কবলে সারাবছর নিত্যপণ্যের দাম অস্থির থাকলেও এখন ভিন্ন চিত্র। বাজার নিয়ন্ত্রণে সরকারের কোনো উদ্যোগ যখন কাজে আসছে না, তখন অতি মুনাফাখোরদের ধ্বস নামাতে ভোক্তারাই জোট বেঁধে সিন্ডিকেট করেছেন। দামি পণ্যগুলো কেউ না কেনায় প্রতিদিনই কমছে দাম। ফলে, কিছুটা স্বস্তি ফিরেছে কাঁচাবাজারে।
রোজার আগে বগুড়ার বাজারে পেঁয়াজ ছিল ১২০ টাকা কেজি, এখন সেটা অর্ধেকেরও কম। ৬০ টাকা কেজির বেগুন এখন মাত্র দশ টাকা। ৮০ টাকা কেজির কাঁচামরিচ মাত্র ৩০ টাকা। ৬০ টাকা হালির লেবু এখন ২০ টাকারও নিচে। সব ধরনের সবজির দাম অস্বাভাবিক কম। আর তরমুজের কেজি ৩০ টাকা।
আবার বহুজাতিক কোম্পানি ও বিদেশী পণ্য বর্জনের সোশ্যাল মিডিয়ার প্রচারণার প্রভাবও পড়েছে বাজারে। বাড়ছে দেশীয় পণ্যের চাহিদা।
রমজানে ব্যবসায়ীদের অতি মুনাফা ও ক্রেতাদের অতিরিক্ত না কেনার অনুরোধ করা হচ্ছে, জানালেন এই কৃষি কর্মকর্তা।
তবে বাজার স্থিতিশীল আর কৃষক বাঁচাতে কৃষি পণ্যের দাম নির্ধারণে যথাযথ উদ্যোগ দরকার বলে মনে করেন সকলেই।