ব্যবসায়ী ও ছাত্রদের সংঘর্ষের কারণে সকাল থেকেই মিরপুর সড়কে যান চলাচল বন্ধ ছিলো
- আপডেট সময় : ০৭:৪১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
ফুসকা খাওয়াকে কেন্দ্র করে গতকাল রাত থেকে আজ বিকেল পর্যন্ত থেমে থেমে নিউ মার্কেট ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের ছাত্রদের সংঘর্ষ হয়। সংঘর্ষের কারণে সকাল থেকেই রাজধানীর ব্যস্ত সড়ক মিরপুর রোডে যান চলাচল পুরোপুরি বন্ধ ছিলো। ঢাকা কলেজ ছাত্রদের সাথে সংহতি জানায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগসহ ৭ কলেজের ছাত্ররা।
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সোমবার রাতে নিউমার্কেট ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে ঢাকা কলেজের ছাত্ররা।
পরে, পুলিশের মধ্যস্থতায় সংঘর্ষ থেমে গেলেও, মঙ্গলবার সকাল থেকে শুরু হয় দু’পক্ষের মধ্যে আবার ধাওয়া-পাল্টা-ধাওয়া।
দু’পক্ষের হামলায় সকাল থেকেই অবরুদ্ধ হয়ে পড়ে নিউমার্কেট এলাকা। বন্ধ হয়ে যায় সাইন্সল্যাব থেকে আজিমপুর পর্যন্ত রাস্তার দু’পাশের দোকানপাট।
দুপুরে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে পুলিশ। দেড়’টার পর ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের একটি অংশ নীলক্ষেত মোড় এলাকায় ঢাকা কলেজ ছাত্রদের পক্ষে অবস্থান নিয়ে পুলিশের সাথে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে।
বিকেলে ঢাকা কলেজ ছাত্রদের সাথে সংহতি জানায় ইডেন কলেজের ছাত্রীরা।
বিকেল সোয়া ৪টার দিকে নতুন করে আবারও বাধে সংঘর্ষ।
নিউমার্কেট ব্যবসায়ীদের সাথে যোগ দেয় আশপাশের দোকান মালিক এবং কর্মচারীরা।
দ্রুত সংসর্ঘ নিয়ন্ত্রনে এনে স্বাভাবিক পরিস্থিতি নিশ্চিতের দাবি জানিয়েছে সাধারণ মানুষ।